হেডফোন লাগিয়ে রেললাইনে গান শোনার সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় শাহরিয়ার হাসান (১৫) নামে নবম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়।
শনিবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে দিনাজপুরের বিরামপুর শহরের পলাশবাড়ী রেলগেট থেকে ৫০০ গজ দক্ষিণে দলদলিয়া (আখিরা মাঠ) পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার হাসান নগরীর ইসলাম পাড়া মহল্লার মাহফুজুর রহমানের (মুক্তার) ছেলে। সে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় দলদলিয়ার পুকুরপাড় এলাকায় ট্রেনের মাঝখানে কানে হেডফোন লাগিয়ে বসে ছিল ছেলেটি। এ সময় ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন তাকে হঠাৎ ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাকিমপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কায়কোবাদ এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যুর খবর পেয়ে শাহরিয়ার হাসানের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় দলদলিয়ার পুকুরপাড় এলাকায় ট্রেনের মাঝখানে কানে হেডফোন লাগিয়ে বসে ছিল ছেলেটি। এ সময় ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন তাকে হঠাৎ ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাকিমপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কায়কোবাদ এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যুর খবর পেয়ে শাহরিয়ার হাসানের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
